সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার বক্তব্যকে ‘দলের গণতন্ত্রের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আবদুল কাদের মির্জা যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি-না, জানতে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথমতো মির্জা কাদের যে বক্তব্য রেখেছেন সেটার ব্যাখ্যা তিনি ইতোমধ্যে দিয়েছেন। তিনি বলেছেন, তিনি (মির্জা কাদের) নোয়াখালীর অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতি নিয়ে কথা বলেছেন। সারাদেশের রাজনীতি নিয়ে তিনি কোনো কথা বলেননি। তিনি বিবৃতি দিয়ে এটা জানিয়েছেন। মির্জা কাদেরের বক্তব্যতে আমি মনে করি, আমাদের দলের মধ্যে যে গণতন্ত্র আছে, যে কেউ যে তার অভিমত ব্যাক্ত করতে পারে সেটারই বহিঃপ্রকাশ।’
তিনি আরও বলেন, ‘এটা নিয়ে আলোচনা-সমালোচনা যেটা হচ্ছে, সেটার ব্যাখা তিনি যেমন দিয়েছেন একই সঙ্গে প্রকাশ পেয়েছে, যে কেউ অভিমত ব্যক্ত করতে পারেন। এরকম অভিমত আমাদের দলের মধ্যে বহুজন বহু আগে ব্যক্ত করেছেন। তিনি যেহেতু আমাদের দলের সাধারণ সস্পাদকের ছোট ভাই সেজন্য তারটা বেশি প্রচার হয়েছে। এটাই শুধু ভিন্নতা।’
বিএনপির যুগ্মসচিব রিজভী আহমেদ বলেছেন, ভ্যাকসিন নিয়ে সরকার ধুম্রজাল সৃষ্টি করছে। এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন নিয়ে যে ধুম্রজাল তৈরি হয়েছিল একটি ভুল সংবাদের প্রেক্ষিতে। সেটার নিরসন ভারতের সিরাম ইনস্টিটিউট ও স্বাস্থ্য সচিব করে দিয়েছেন। এরপরও যারা এসব কথা বলে তারা আসলে জনগণের মনে প্রথম থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল। সেটার ধারাবাহিকতা রিজভী আহমেদসহ বিএনপির নেতারা এসব কথা বলছেন। বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে ভ্যাকসিন পাবে।’