রংপুর অফিস।। দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ মার্চ) দুপুরে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে হাকিমপুর থানা পুলিশের আয়োজনে জনগণের মাঝে করোনাভাইরা নিয়ে সচেতনতা বৃদ্ধির ও উদ্বুদ্ধকরণের লক্ষে বিনামূল্যে ২ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় অধিকাংশ মানুষকে মাস্কবিহীন অবস্থায় বাজারে চলাচল করতে দেখা যায়। পুলিশ তাদের ডেকে মাস্ক পরিধাণ করতে উৎসাহিত করেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহীদ জানান, করোনা মোকাবিলায় জনসাধারণকে সচেতন, উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার পদক্ষেপ হিসেবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রাণঘাতি করোনাভাইরাসের এই ক্রান্তিকালে এলাকাবাসীর উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধও করেন।