কামরুজ্জামান সেলিম,রংপুর বিভাগীয় প্রধানঃ- এই শ্লোগানকে সামনে রেখে রংপুর জেলা “ভোক্তা অধিকার সংরক্ষণ” কার্যালয় অভিযান অব্যাহত নিয়ন্ত্রণে রংপুর জেলা ভোক্তা অধিকার অভিযান অব্যাহত।
গত মঙ্গলবার ০৪-০৫-২০২১ ইং তারিখে জাতীয় “ভোক্তা অধিকার সংরক্ষণ” অধিদপ্তরের “মহাপরিচালক” প্রশাসনের তত্ত্বাবধানে রংপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীন ও রংপুর জেলা ‘ক্যাব’ সাধারণ সম্পাদক আহসানুল হক তুহিন, যুগ্মসাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজু এর নেতৃত্বে রংপুর পীরগাছা উপজেলার স্টেশন এলাকায় দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য প্রক্রিয়া করণের জন্য “ভোক্তা অধিকার” আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৪০,০০০/- ( চল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয় ।
পরে বিভিন্ন কেমিক্যাল নষ্ট করা হয় । উপস্থিত সকলকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ¨ বিধি বজায় রেখে ক্রয় বিক্রয় করার জন্য অনুরোধ করা হয় অভিযানের সার্বিক সহযোগিতা করেন রংপুর RAB- 13 cpsc টিম। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।