(লেখা মন্ডল)
ইছামতী,——
তোর বুকে একই জলধারা বয় নিরবধি,
বক্ষে ভাসে পানসি-তরী,
দু’পাড়ে তোর বসতবাড়ি।
তবু ,—
কাঁটাতারের বেড়ার ঘায়ে,
চলছে কেমন রেষারেষি,
দু’নয়নে অশ্রুবারি ।
ওপারে তোর যমজ ভাই, ছাড়ে দীর্ঘশ্বাস,
ভাগের ভোগে বাংলা ভাগ,ওপারেতে করে বাস।
একই আকাশ, একই নদী,মানুষ মোরা সবাই,
তবু কেন ভাগাভাগির এতো বড়াই।
কাঁটাতারের যন্ত্রণায় কাতরায় ইছামতী,
ওপার তাকায় এপার পানে, মাঝে বিরহের বেদনরাশি ।
মাতৃভূমির হৃদয় চিরে,
অন্তর-আত্মীয় বেদন ভরে,
তুই থাকিস মাঝে ব্যাকুল অনুভবে,
বিভেদ কষ্টের স্রোতধারে ।
লেখক: লেখা মন্ডল
আপনার মন্তব্য লিখুন