ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

এশিয়ার সেরা আইনজীবীর তালিকায় ডিসিসিআই প্রেসিডেন্ট সামির সাত্তার!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
অক্টোবর ৬, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তাহমিনা আক্তার,ঢাকা:: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মো. সামির সাত্তার এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে সেরা আইনজীবীর তালিকায় স্থান পেয়েছেন।

এশিয়া ল ডাইরেক্টরি প্রতি বছর এশিয়া অঞ্চলের দেশগুলোর সেরা আইনি পরামর্শ প্রদানকারী সংস্থা ও আইনজীবীদের তালিকা প্রকাশ করে। তাদের নিজস্ব জরিপ ও তথ্যের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। এছাড়া আইনজীবীদের যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে বিভিন্ন সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়। বাংলাদেশ থেকে ২০ জন আইনজীবী এ বছর এশিয়ার সেরা আইনজীবীর তালিকায় স্থান পেয়েছেন। তার মধ্যে ব্যারিস্টার সামির সাত্তার অন্যতম। সম্প্রতি এশিয়া ল ডাইরেক্টরি এ তালিকা প্রকাশ করেছে।

জানতে চাইলে ব্যারিস্টার সামির সাত্তার ঢাকা পোস্টকে বলেন, এশিয়া অঞ্চলের সেরা আইনজীবীদের তালিকায় বাংলাদেশের ২০ জন আইনজীবী স্থান পেয়েছে। সেই তালিকায় আমার নাম থাকাটা অত্যন্ত গর্বের। এতে আইনপেশার প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা অনেক বেড়ে গেল বলে মনে করি।

তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অন্য আইনজীবীরা হলেন– ড. কামাল হোসেন ও তার মেয়ে সারা হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, আখতার ইমাম এবং তার মেয়ে রাশনা ইমাম, আজমালুল হোসেন, তানজিব আলম, এবিএম নাসিরুফ দৌলা, সজিব মাহমুদ আলম, শরীফ ভূঁইয়া, ইমতিয়াজ ফারুক, আনিতা রহমান গাজী, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, আনাম হোসেন, নিহাদ কবির, মাসুদ খান, আমিনা খাতুন, ফেরদৌসুর রহমান ও আল আমিন রহমান।

ব্যারিস্টার সমীর সাত্তার আন্তর্জাতিক সালিশি আইন বিশেষজ্ঞ এবং বিদেশি বিনিয়োগ আইনে অভিজ্ঞ। তিনি ইংল্যান্ডের শীর্ষ স্থানীয় আইন পরামর্শ প্রদানকারী সংস্থা ডেবেভয়েস অ্যান্ড প্লিম্পটন এবং ভোল্টেরা ফিয়েটা চাকরিকালীন সময়ে সর্বজনীন আন্তর্জাতিক আইন এবং আইসিএসআইডি মামলা নিয়ে কাজ করেছেন। ব্যারিস্টার সামির আন্তর্জাতিক বিনিয়োগ আইন এবং সালিশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যাপকভাবে লিখেছেন, যা বিশ্বব্যাপী শীর্ষ স্থানীয় সালিশি জার্নালে প্রকাশিত হয়েছে। কাজ এবং অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যারিস্টার সামির সাত্তারকে সম্প্রতি বাংলাদেশ সরকার আইসিএসআইডি প্যানেল অব আর্বিট্রেটরস অ্যান্ড কনসিলিয়েটর হিসেবে মনোনীত করেছে।

২০২০ সালে ব্যারিস্টার সামির সাত্তার এশিয়ার লিগ্যাল বিজনেসের জরিপে অনূর্ধ্ব ৪০ বছর বয়সী আইনজীবীদের মধ্যে সেরা আইনজীবী হিসেবে প্রথম বাংলাদেশি হিসেবে স্থান করে নেন।

ব্যারিস্টার মো. সামির সাত্তার আইনি পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান (লিগ্যাল কনসালটেন্সি ফার্ম) ‘সাত্তার অ্যান্ড কোম্পানি’র প্রধান। তিনি ২০২৩ সালের জন্য ডিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। সামির সাত্তারের প্রতিষ্ঠান ‘সাত্তার অ্যান্ড কোম্পানি’ কর্পোরেট ও বাণিজ্যিক আইনবিষয়ক ও স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগের ওপর কাজ করে। বাংলাদেশে কোম্পানি আইন, কর্পোরেট গভর্নেন্স, ব্যাংকিং ও সিকিউরিটি আইন, যৌথ বিনিয়োগ এবং মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন প্রভৃতি বিষয়ে দীর্ঘদিন ধরে সামির সাত্তারের প্রতিষ্ঠান পরামর্শক ও নীতি সহায়তা সেবা প্রদান করে। এছাড়া তিনি গণমাধ্যম, যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাতে লেনদেন ও আইনি পরামর্শ দিয়ে আসছেন। তিনি বেশ কিছু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন পরামর্শক প্রতিষ্ঠানে স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য বিরোধের ওপর কাজ করেছেন। বৈদেশিক বিনিয়োগ, অর্পিত সম্পত্তি, জ্বালানি, প্রাকৃতিক সম্পদ, খনি অনুসন্ধান, ব্যাংকিং ও আর্থিক খাত, আন্তর্জাতিক বাণিজ্য, নির্মাণ এবং শেয়ারহোল্ডার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে তার বিশেষ দক্ষতা রয়েছে।

২০২২ সালের ২১ ডিসেম্বর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, আইন পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান (লিগ্যাল কনসালটেন্সি ফার্ম) ‘সাত্তার অ্যান্ড কোম্পানি’র প্রধান ব্যারিস্টার সামির সাত্তার।

আপনার মন্তব্য লিখুন