বিনোদন ডেস্ক:: দ্বিতীয় বারের মতো মা হলেন এমি জ্যাকসন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি নিজেই শেয়ার করেন ‘সিং ইজ ব্লিং’, ‘২.০’ অভিনেত্রী। পুত্র সন্তানের মা হয়েছেন তিনি।
ছেলের জন্মের সঙ্গে সঙ্গেই নামকরণও করেছেন।
একরত্তিকে তোয়ালে মুড়ে প্রকাশ্যে এনেছেন। অভিনেত্রী তার পোস্টে লিখেন, “স্বাগত অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক।” খবর ছড়াতেই অনুরাগীদের দাবি, ‘অস্কার’ পেলেন নায়িকা!
গত বছর এড ওয়েস্টউইককে বিয়ে করেন এমি। এটি অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে।
তার দ্বিতীয় স্বামীর প্রথম সন্তান অস্কার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই এমি আর এড যৌথভাবে খুশির খবর ছড়িয়ে দেন।
প্রসঙ্গত, গত বছরের শেষ থেকেই গর্ভধারণের প্রতিটি ধাপের অভিজ্ঞতা তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন এমি জ্যাকসন। নরম পশমের পোশাকের উপরে সাদা তোয়ালে জড়িয়ে সদ্যোজাতের ছবি তোলেন।
তোয়ালের এক কোণায় লেখা অস্কার, যা নবজাতকের নাম। এড-অ্যামির আনন্দের নানা মুহূর্ত ক্যামেরায় বন্দি হয়ে সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে।
একটি ছবিতে দেখা গেছে, নতুন মাকে আদরে ভরিয়ে দিচ্ছেন এড। অন্যটিতে তিনি চুম্বন করছেন নবজাতককে। নতুন মা-বাবা এ দিন সাদা পোশাকে নিজেদের সাজিয়েছিলেন।
২০১৯-এ এক হোটেল মালিক জর্জ পানাইওটোর সঙ্গে বাগ্দান হয়েছিল এমির। তাদের একটি পুত্রসন্তান হয়েছিল। ছেলের নাম রাখেন আন্দ্রেয়াস। ২০২১-এ তাদের বিচ্ছেদ হয়। এর পর ২০২২-এ এডের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। ২০২৪-এর আগস্টে তারা বিয়ে করেন।
বলিউডে অ্যামির প্রথম ছবি ‘এক দিওয়ানা থা’। নায়ক প্রতীক বাব্বার। তার ঝুলিতে রয়েছে ‘২.০’, ‘রজনীকান্ত’, ‘সিং ইজ ব্লিং’, ‘ক্র্যাক’-এর মতো ছবি।