প্রতিদিনের বাংলাদেশ।। দেশের ইতিহাসে প্রথম কোনো ট্রান্সজেন্ডার সংবাদ পাঠক নিয়োগ দেওয়া হয়েছে। চলতি মাসে একটি বেসরকারি টেলিভিশনে তাসনুভা আনান শিশির নামের ট্রান্সজেন্ডারকে নিয়োগ দেওয়া হয়।
বিষয়টি নিয়ে শুক্রবার (০৫ মার্চ) একটি সংবাদ প্রকাশ করে সময় টিভির অনলাইন নিউজ পোর্টাল ‘সময় নিউজ’। সংবাদে অসাবধানতাবশত একটি প্রচলিত শব্দ ব্যবহার করা হয়। কিছুক্ষণের মধ্যে বিষয়টি সময় টিভি কর্তৃপক্ষের নজরে এলে তা সংশোধন করা হয়।
এই অসাবধানতাবশত ভুলের জন্য সময় মিডিয়া কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সময় মিডিয়া কর্তৃপক্ষ ভবিষ্যতে এসব বিষয়ে আরও সতর্ক থাকবে।
উল্লেখ্য, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তাসনুভাকে সংবাদ পাঠক হিসেবে নিয়োগ দিয়েছে বৈশাখী টিভি কর্তৃপক্ষ।
আরও পড়ুন- দিঘীর সিনেমার ট্রেলার দেখে এমবির টাকা ফেরত চাইছেন দর্শকরা।
বৈশাখী টিভি কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল দেশের মানুষের মুক্তি, সবার জন্য বাসযোগ্য, বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলা। স্বাধীনতার ৫০ বছরে গর্ব করার মতো অনেক অর্জন থাকলেও বৈষম্যহীন ও সবার জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ব্যর্থতার কারণে সবচেয়ে বড় অবহেলিত জনগোষ্ঠীগুলোর মধ্যে ট্রান্সজেন্ডাররা অন্যতম।
আগামী ৮ মার্চ থেকে তাসনুভা আনান নিয়মিত সংবাদ পাঠ করবেন বলেও জানান বৈশাখী টেলিভিশনের জনসংযোগ কর্মকর্তা।