ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি

এবার গরুর মাংসের ভাগে কম পড়ায় রংপুরে চাচাকে দা দিয়ে কুপিয়ে হত্যা!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ২২, ২০২১ ৭:২২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার।। রংপুরের বদরগঞ্জে গরুর মাংসের ভাগ কমবেশি হওয়ায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা হেলাল হোসেনের বিরুদ্ধে।

শুক্রবার (২১ মে) বিকেলে উপজেলার দক্ষিণ মুকসুদপুর বানুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত হেলাল হোসেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বানুয়াপাড়া গ্রামে গরু জবাই করা হয়। সেই গরুর মাংসের ভাগে কমবেশি হওয়ায় জেরে রফিকুল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডা হয় হেলালের। একপর্যায়ে হেলাল উত্তেজিত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে রফিকুলকে কুপিয়ে রক্তাক্ত করেন। গুরুতর আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গরুর মাংসের ভাগাভাগি নিয়ে রফিকুলের সঙ্গে তার ভাতিজা হেলাল হোসেনের কথা-কাটাকাটি হয়। ঘটনার একপর্যায়ে হেলাল তার চাচা রফিকুলকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান রফিকুল।

ওসি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত হেলাল হোসেন ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।