আন্তর্জাতিক ডেস্ক | পাকিস্তানে হাজার হাজার শিশু এখনও পোলিওর ঝুঁকিতে রয়েছে। এসব শিশুর বাবা-মা নানা কারণে পোলিওর টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করায় এদের টিকার আওতায় আনা যায়নি বলে জানিয়েছেন ইউনিসেফের একজন কর্মকর্তা।
শুক্রবার পাকিস্তানি ইংরেজি সংবাদ মাধ্যম ডনের সঙ্গে এক সাক্ষাৎকারে ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ডের (ইউনিসেফ) আঞ্চলিক পরিচালক জর্জ লরিয়া-অ্যাডজাই এদের অদৃশ্য শিশু হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘এরা পোলিওর ব্যাপারে ঝুঁকির মুখে রয়েছে এবং এদের শিগগিরই টিকার আওতায় আনতে হবে।’ খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের
তিনি বলেন, ‘কিন্তু এসব শিশুকে খুঁজে পাওয়া সহজ নয়। তারা স্কুলে যায় না এবং তাদের জন্মসনদও নেই। তবু তাদের খুঁজে নিয়ে তাদের বাবা-মাকে এ ব্যাপারে সচেতন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘শুধু পাকিস্তান নয়, পাশের দেশ আফগানিস্তানেও রয়েছে এমন শিশু। কিন্তু কোভিড-১৯ এর কারণে তাদের খুঁজে বের করার কাজটা শুরু করা যাচ্ছে না।’
ইউনিসেফ কর্মকর্তা পাকিস্তানে নবজাতকের মৃত্যুতেও উদ্বেগ প্রকাশ করেন। পাকিস্তানে প্রতি দুই মিনিটে একজন নবজাতক শিশু মারা যায়। ইউনিসেফ কর্মকর্তার মতে, সঠিক কৌশল অবলম্বন করা গেলে শিশুমৃত্যু হ্রাস করা যেতে পারে।