ঢাকাবুধবার , ১০ এপ্রিল ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশে ঈদ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ১০, ২০২৪ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের সবদেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে কাল বুধবার (১০ এপ্রিল) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে বাংলাদেশ ও ভারতের বেশিরভাগ অঞ্চলে ঈদ উদযাপিত হবে পরের দিন বৃহস্পতিবার।

এরমধ্যে মুসলিম অধ্যুষিত দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশে বৃহস্পতিবার আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে পালিত হবে ঈদ।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হয়, দেশের আকাশে কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

সে হিসাবে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে, ভারতের অন্তত তিনটি অঞ্চলে দেখা গেছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। তবে দেশটির রাজধানী দিল্লিসহ বেশিরভাগ অঞ্চলে চাঁদ দেখা যায়নি। যেসব অঞ্চলে মঙ্গলবার (৯ এপ্রিল) চাঁদের দেখা মিলেছে সেসব অঞ্চলে কাল বুধবার ঈদুল ফিতর পালিত হবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং কেরালায় শাওয়ালের চাঁদ দেখা গেছে। ওই সব অঞ্চলে কালই ইদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। যেসব জায়গায় চাঁদ দেখা যায়নি সেখানে ঈদ পালিত হবে বৃহস্পতিবার।

অন্যদিকে পাকিস্তানে মঙ্গলবার (৯ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। সে হিসেবে আজ দেশটিতে রমজানের ২৯তম দিন ছিল। মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার প্রস্তুতি নেয়। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, আজই চাঁদ দেখা যাবে।

কোন মুসলিম দেশে কবে ঈদ—
ইন্দোনেশিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি
মালয়েশিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি
পাকিস্তান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি

আরব আমিরাত: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি
কাতার: ১০ এপ্রিল, বুধবার, রোযা, ৩০টি
সৌদি আরব: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি

ইয়েমেন: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি
ওমান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি
জর্দান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

ফিলিস্তিন: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি
মিশর: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি
তিউনিসিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি
মরক্কো: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

আপনার মন্তব্য লিখুন