ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় স্মরনে
দীপঙ্কর রাইটস
পূর্ব দিগন্তে সূর্য উদিত প্রায়৷
মাটির চালাঘরে কে যেন চেঁচায়৷
" ও পি, ও পিপি,ও প্রফুল্ল,ও পোড়ারমুখী"—
ডাকখানি অতৃপ্ত মাযের ,চির অসুখী৷
এটাই বিখ্যাত হল যে উপন্যাসে—
"দেবী চৌধুরানী" নাম তার এক নিশ্বাসে৷
ঋষিদের সভাতে যে বিরাজিত ক্ষেত্র৷
অযুত তারার মাঝে উজ্জ্বল নক্ষত্র৷
ম্যাজিস্ট্রেট হয়েও তবু সাহিত্যে বিচরন৷
অবাধ প্রবন্ধে, উপন্যাসে, আর গল্পেতে মন৷
সাহেব রসিক বড়, লেখা পড়ে জানি৷
বঙ্কিম হলেও নাম, সরস মনখানি৷
"সুজলাং সুফলাং মলয়জো শীতলাং"—
দেশবন্দনার এই অসীম আকুতি,
ভেঙে পড়া হৃদয়ে দেয় নতুন শকতি৷
আজি তব জন্মদিনে এ তারা জ্বলজ্বলে৷
প্রনাম শতবার তব , ঋষিদের দলে ৷৷