রাকিব হোসেন, ফেনী।। ফেনী জেলার রাজঝীর দিঘির পাড়ের ব্যাবসায়ীরা উচ্ছেদর প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন৷
“করোনায় আমরা আধমরা, আমাদের আর মারবেন না” এই স্লোগানকে সামনে রেখে ২৩ ফেব্রুয়ারি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন জেলার সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা।
জানা যায় গত ১৮ তারিখে বৃহস্পতিবার প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালায়৷ এতে কর্মহীন হয়ে পড়ে প্রায় ১০০ ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায়ীদের পুঃবার্সনের দাবিতে তারা এ মানববন্ধন চালায়।
মানববন্ধনে বক্তৃতারা বলেন অনেক ঋণ করে দোকান গুলো শুরু করেছিলাম ঋণ চলাকালীন মধ্যবর্তী অবস্থায় আমাদের দোকান উচ্ছেদ করেছে, কিভাবে এত ঋণ পরিশোধ করবো,দেশে ১১ লাখ রোহিঙ্গার স্থান হয় আমাদের স্থান কোথাই। তাই আমাদের পূর্ণবাসন করে দিতে হবে।আর তা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো।
আপনার মন্তব্য লিখুন