মো: ইয়াছিন শেখ পাবনা জেলা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজার হতে দাশুড়িয়া ডিগ্রি অনার্স কলেজ ও দাশুড়িয়া রেলওয়ে স্টেশন অভিমুখি রাস্তাটির বেহাল দশার কারণে জনগনকে চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে।
দাশুড়িয়া পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের ব্যাবহৃত অতিরিক্ত পানি ও দৈনন্দিন আবর্জনার স্তুপের কারনে রাস্তাটি এমন দশা বলে অভিযোগ এলাকাবাসীর।
অতিরিক্ত পানি রাস্তার মাঝের ছোট ছোট গর্তকে বড় গর্তে পরিনত করেছে, আর যার কারনে সাধারন পথচারীদের চলাচলে দূর্ভোগ পোহাতে হয়।
উল্লেখ্য এই রাস্তাটি দিয়ে দাশুড়িয়া ডিগ্রি অনার্স কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী, মসজিদের মুসল্লি ও এলাকার সাধারন মানুষ চলাচল করে।
দাশুড়িয়া রেলওয়ে স্টেশন, চাঁদপুর কেন্দ্রীয় গোরস্থানে যাওয়ার একটাই মাত্র রাস্তা এটি। এমন গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশায়,
এ সড়কটি সংস্কার বা সড়কে চলাচলে এ সমস্যা নিরসনে দেখার যেন কেউ নেই।
অতি দ্রুত পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের ব্যাবহৃত অতিরিক্ত পানি ও আবর্জনা রাস্তায় ফেলা বন্ধ করে রাস্তাটি সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন এ এলাকার সাধারন মানুষজন।
অতিরিক্ত পানি ও আবর্জনা ফেলা বন্ধ না করে রাস্তাটি সংস্কার করলে তেমন একটা সুফল আসবে না বলেও জানান তারা।