ঢাকাশনিবার , ১৩ এপ্রিল ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ১০ টাকা বেশি সালামি দেওয়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামী হাসপাতালে

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ১৩, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভাতিজাদের ঈদ সালামি দেওয়ায় স্ত্রীর দায়ের কোপে তাইজুল ইসলাম (৩২) নামে এক যুবক জখম হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন উপজেলার নওদাবাস ইউনিয়নের চৌপুতি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি ওই এলাকার মকবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

অভিযোগে জানা গেছে, যুবক তাইজুল ইসলাম ঈদের দিন সকালে তার ভাতিজাদের হাতে ২০ টাকা করে ঈদ সালামি দিতে থাকেন।

এ সময় তার স্ত্রী রাশেদা বেগম ২০ টাকার পরিবর্তে ১০ টাকা দিতে বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে তর্কাতর্কি শুরু হয়।

এর এক পর্যায়ে স্ত্রী রাশেদা বেগম ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তার স্বামী তাইজুল ইসলামকে কোপ দেন। এতে তাইজুলের ঘাড়ের নিচে কেটে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শনিবার সেখানকার চিকিৎসকরা তাইজুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ ঘটনায় তাইজুল বাদী হয়ে হাতীবান্ধা থানায় স্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে তাইজুলের স্ত্রী রাশেদা বেগম বলেন, আমার স্বামী আমাকে ওই দা নিয়ে আঘাত করার চেষ্টা করলে আমি তাতে বাঁধা দেই। এতে ওই দা আমার স্বামীর ঘাড়ের নিচে লাগে।

এ বিষয়ে
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নির্মল চন্দ্র রায় জানান, অভিযোগের আলোকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

আপনার মন্তব্য লিখুন