ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইজরায়েলি পণ্য বয়কট ও দেশি পণ্য ব্যবহারের লিফলেট বিতরণ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ৭, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ, স্টাফ রিপোর্টার::’নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারি, ইসরাইল কে বয়কট করি’ এই স্লোগানকে সামনে রেখে ফিলিস্তিনিকে সমর্থন জানিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে একদল যুবক ইসরাইলি পণ্য বয়কটের লিফলেট বিতরণ ও দেয়ালে পোস্টার লাগানো কার্যক্রম শুরু করেছে।

সুন্দরগঞ্জ উপজেলা চত্বর ক্লাব এন্ড পাঠাগারের উদ্যোগে এ কার্যক্রম শুরু করেন ক্লাবের সদস্যরা।
লিফলেটে ইসরাইলের বয়কটকৃত পণ্য ও তার বিপরীতে দেশি পণ্যের তালিকা করে মানুষের মাঝে বিতরণ ও শহরের প্রত্যেকটা দোকানে পোস্টার লাগানোর কার্যক্রম শুরু করেছে।
ক্লাবের সদস্যরা এ উদ্যোগের কারণ হিসেবে জানান, আমরা যে ইসরাইলি পন্য ব্যবহার করি তার লভ্যাংশ দিয়ে ইজরায়েলের অর্থনীতি শক্তিশালী হয়। আর তারা সেই অর্থ ব্যয় করে আমাদের মুসলিম ভাইদের হত্যা করতে। তাই আমরা ইজরাইলি পন্য ব্যবহার করবো না, তাতে অন্তত আমাদের ব্যবহারের জিনিসের লভ্যাংশের টাকা দিয়ে আমাদের ভাইকে হত্যা করতে পারবে না।

সুন্দরগঞ্জ উপজেলা চত্বর ক্লাব এন্ড পাঠাগারের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, বিশ্বের প্রত্যেক মুসলিম দেশগুলোকে ইজরাইলই পণ্য বয়কট করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তাহলে ইসরাইলের অর্থনীতি দুর্বল হবে। একজন মুসলমান হিসেবে আমরা সরাসরি ফিলিস্তিনের পক্ষে যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছিনা। তাই নিজ অবস্থান থেকে যতটুকু পারি ইজরায়েলের বিরুদ্ধে সোচ্চার হবো।