ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ -বিএনপির সংঘর্ষ, আ.লীগের ২ কর্মীর মৃত্যু

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২১, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি:: নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার মোহিনীপুর গ্রামে এ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩), একই গ্রামের বারেক হাজির ছেলে বাশার (৩৫)। স্থানীয় সূত্র মতে, নিহত দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চাঁনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর সালাম মিয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সঙ্গে বিএনপির সভাপতি সামসু মেম্বারের দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সালাম মিয়ার সমর্থকরা আগে বিএনপি নেতা সামসু মেম্বার ও তার লোকজনকে এলাকা ছাড়া করেন। কিন্তু ৫ আগস্টের পর সামসু মেম্বার ও তার অনুসারীরা আবার এলাকায় ফিরে আসে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিএনপি নেতা সামসু মেম্বারের অনুসারীরা আওয়ামী লীগের সমর্থকদের এলাকা ছাড়তে বাধ্য করে।


এদিকে শুক্রবার ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা পুনরায় এলাকায় প্রবেশের চেষ্টা করলে সামসু মেম্বার ও তার লোকজন বাধা দেয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্—টেঁটা, বল্লম, দা, ছুরি ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে আমিন ও বাশার নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে দুর্গম চরাঞ্চল হওয়ায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। রায়পুরা থানার ডিউটি অফিসার এসআই জুবায়ের বলেন, “সংঘর্ষে দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।”

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামসু মেম্বার ও সালাম মিয়ার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।”