খাজা রাশেদ, লালমনিরহাট।। এক সময়ে দেশের বিনোদনের প্রধান মাধ্যম ছিল সিনেমা। সে সময়ে,স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী,প্রেমিক-প্রেমিকা,খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা উৎসব মুখর পরিবেশে সিনেমা হলে বসে উপভোগ করতো রোমান্টিক, সামাজিক,পারিবারিক গল্পের ছবিগুলো।
বর্তমানে, ফেসবুক,ইন্টারনেট সহ সোশ্যাল মিডিয়ার ব্যপক বিস্তার ও ভালো মানের শিল্পীর অভাবে চরম হুমকির মুখে এক সময়ের বিনোদনের প্রধান মাধ্যম প্রধান দেশিয় এ সিনেমা শিল্প।
এক সময়ে দেশে প্রায় হাজারের মতো সিনেমা হল ছিল। বহু আগে থেকে এ শিল্পের দুর্দিন শুরু হলে একে একে বন্ধ হতে শুরু করে সিনেমা হলগুলি। বর্তমান সরকার সিনেমা শিল্প রক্ষায় ও মানউন্নয়নে প্রনোদনা সহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান অব্যাহত রেখেছে।
বর্তমানে দেশের বহু জেলার সিনেমা হল ভেঙে নির্মাণ করা হয়েছে মার্কেট সহ বহুতল ভবন।
সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের পাটগ্রাম,হাতীবান্ধা,কাকিনা,আদিতমারী,চাপারহাট সদর উপজেলার তিস্তা ও লালমনিরহাট শহরের দুটি সহ জেলায় বেশ কয়েকটি সিনেমা হল চালু ছিল।
ঐ সময়ে হলে নতুন সিনেমা মুক্তি পেয়ে দর্শকেরা হুমড়ি খেয়ে ভিড় করতো।
সিনেমা হল কেন্দীক গড়ে উঠেছিল চা-পানের দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
যে কারণে,হলগুলোর আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানের বেচাকেনা ও ছিল জমজমাট।
এর মধ্যে লালমনিরহাট শহরের দুটি সিনেমা হল ছিল উত্তরা ও আলোরুপা। এর একটি উত্তরা সিনেমা হল দর্শকের অভাবে লোকসান গুনতে গুনতে একসময়ে বন্ধ হয়ে যায় সেটি।
অপর সিনেমা হল আলোরুপা ও লোকসান গুনে খুড়িয়ে খুড়িয়ে চলছিল।একপর্যায়ে দর্শকের উপস্থিতি কমে যাওয়া সহ বিদ্যুৎ বিল বেরে যাওয়া,কর্মচারীদের বেতন সহ আনুসাঙ্গিক খরচ না ওঠায় লোকসান গুনে বছর দেড়েক আগে এটি ও বন্ধ হয়ে যায়।
শুক্রবার (২৫ আগষ্ট) বেলা-৩ টায় গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের শাকিব খান ও ভারতের ঈধিকা পাল অভিনিত বহুল আলোচিত সিনেমা-“প্রিয়তমা” দিয়ে
দীর্ঘদিন বন্ধ থাকার পর
শুরু হয় হলটির কার্যক্রম।যার টিকিটের মুল্য ধরা হয়েছে ডিসি-১০০ টাকা,প্রথম শ্রেণি-৮০ ও দ্বিতীয় শ্রেণি-৭০ টাকা।
প্রথম দিনে তরুন-তরুণী সহ বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
সিনেমা হলটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বেলাল উদ্দিন জানান,আজকে নতুন ভাবে সিনেমা হলটি চালু করা হলো।আমাদের চেষ্টা থাকবে ভালোমানের সিনেমা এনে দর্শকদের দেখানো
বর্তমানে জেলায় এটিই একমাত্র সিনেমা হল।
তিনি দর্শকদের উদ্দেশ্য সিনেমা হলে এসে টিকিট কেটে ভালোমানের ছবি দেখার কথা বলেন।এছাড়াও হলটির কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আর দর্শকেরা বলেন,দীর্ঘদিন পরে সিনেমা হল টির কার্যক্রম শুরু হয়েছে, তাই “প্রিয়তমা” ছবি দেখতে এসেছি।
অনেক দিন পরে হলে আসতে পেরে আমরা খুশি।