আলোর সৈনিক
শৈলেন্দ্র নাথ পোদ্দার।
আঁধারে মগন নিঃসীম গগন,
নীরবে জাগি অরিত্রী।
ডাকিছে সবারে আলোকের পথে,
এস হে আলোর যাত্রী।
ওই দিগন্তে আবীর ভেঙ্গেছে,
টুটায়ে তিমির রাত্রি।
এখনই পূরবী গাহিবে বিহগী,
শিশিরে নাহি বিধাত্রী।
পরিশ্রুত হোক সমাজ সংষ্কৃতি,
নিষ্কলুষ হোক ধরিত্রী।
বিলুপ্ত হোক অনাচার যত,
ঘুচে যাক অমা রাত্রি।
নন্দিত হোক সাহিত্য বন্ধন,
"আলোর পথের যাত্রা।"
উন্মোচিত হোক নব দিগন্ত,
আগামী পাক নতুন মাত্রা।
নগর জীবন আলোকিত হোক,
ঘুচে যাক অশুভ রাত্রি।
আলোর মশাল জ্বালাব আমরা,,
আলোর পথের যাত্রী।
নিত্য সুন্দর সত্যের পথে,
আমাদের গীত সঙ্গীত।
জয় জয় জয়তু আমরা,
জয়তু আলোর সৈনিক।