বিনোদন প্রতিবেদক৷। কোপা আমেরিকায় আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ফাইনাল খেলা। আর এ দুদলের খেলা মানেই ভক্তদের উন্মাদনার শেষ নেই।
বাংলাদেশেও মেসি ও নেইমারের অসংখ্য সমর্থক রয়েছে। এ তালিকায় আছেন অনেক তারকাও। যাদের একজন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
প্রিয় দলের শিরোপা লড়াইয়ের ম্যাচে ব্রাজিলভক্তদের সঙ্গে বসে আর্জেন্টিনার জার্সি পরে মেসিদের সমর্থন দেবেন বলে ঘোষণা দিয়েছেন মাহি।
আর্জেন্টিনাভক্ত এ নায়িকা সেমিফাইনালে তার পছন্দের দল জেতার পরই এমনই ঘোষণা দেন।
নিজের ফেসবুকে মাহি লেখেন— ‘ইনশাআল্লাহ ফাইনালে ব্রাজিলিয়ানদের সঙ্গে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে খেলা দেখব। বুকভরা আশা নিয়ে এখন ঘুমাইতে গেলাম।