আমি সমকালীন নেতা
আসাদুজ্জামান রানা।
লোক মেরেছি শোক ঝেড়েছি
হাত ধুয়েছি তোদের কী?
ঘর পেয়েছি খড় ছেড়েছি
আগ জ্বেলেছি ঢালবো ঘি।
মুখ মানবের রূপ দানবের
দ্যাখ ভিতরের বহু রূপ,
মনের ভিতর বনের ইতর
ফ্যাকনা ফিতর শাসায় চুপ।
দানব সত্বা মনের কর্তা
মানব স্বত্বা ঘুমিয়ে,
নিবো লুটে খাবো খুটে
চাটবো চুটে চুমিয়ে।
আমার পিছে ঘুরছে মিছে
শ্লোগান দিচ্ছে চ্যালার দল
জোর দাবীতে মন্ত্রী হয়ে
ওদের পিষে করবো জল।
যাচ্ছে বেড়ে নীতি ছেড়ে
খাচ্ছি কেড়ে মা মাটি,
বিরোধ পেলে ভরবো ঠেলে
জেলখানাতে তার ঘাঁটি।
সুযোগ মতো করবো ক্ষতো
ক্ষতো ঘেটে করবো ঘা,
বলদ রূপে টানবি ঘানি
যেনো ভীতু হরিণ ছাঁ।