আমি যারে খুঁজছি
এস,সিদ্দিকী
আমি যারে খুঁজছি সে কে?
তারে আমার সিন্দুকের
চাবি দেবো।
জীবন-যৌবনের অর্জিত সম্পত্তি
হৃদয় সিন্দুকে জমানো
ধন-রত্ন।
সে কী পারবে সে ভার বইতে
এর ওজন কতটা-
নিয়ে যত্ন?
না আরব্য উপন্যাসের মতো
আলী বাবার ধন
নেবে বলে-
কাশেম যেমন হয়েছে দিশেহারা
সবই যেন তার
ছলেবলে?
দুর দুর মনে ভাবি একা একা
রত্ন ভরা সিন্দুকের
মূল্য কতো-
বুঝিবে সে দাম কড়ায়গণ্ডায়
নিকতি বাটখারায়
হিসেব মতো।
হবে যার মুক্ত আকাশ যেমন
বিশাল হৃদয়-মন
এমন হতো;
আমি তারেই চাবি দেবো-
তালা মারা সিন্দুকের,
মনের মতো-
মম।
আপনার মন্তব্য লিখুন