ঢাকাশুক্রবার , ১১ জুন ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

আমি যারে খুঁজছি

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ১১, ২০২১ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

আমি যারে খুঁজছি
এস,সিদ্দিকী

আমি যারে খুঁজছি সে কে?
তারে আমার সিন্দুকের
চাবি দেবো।

জীবন-যৌবনের অর্জিত সম্পত্তি
হৃদয় সিন্দুকে জমানো
ধন-রত্ন।

সে কী পারবে সে ভার বইতে
এর ওজন কতটা-
নিয়ে যত্ন?

না আরব্য উপন্যাসের মতো
আলী বাবার ধন
নেবে বলে-

কাশেম যেমন হয়েছে দিশেহারা
সবই যেন তার
ছলেবলে?

দুর দুর মনে ভাবি একা একা
রত্ন ভরা সিন্দুকের
মূল্য কতো-

বুঝিবে সে দাম কড়ায়গণ্ডায়
নিকতি বাটখারায়
হিসেব মতো।

হবে যার মুক্ত আকাশ যেমন
বিশাল হৃদয়-মন
এমন হতো;

আমি তারেই চাবি দেবো-
তালা মারা সিন্দুকের,
মনের মতো-
মম।

আপনার মন্তব্য লিখুন