বিনোদন প্রতিবেদক:: কয়েক বছর আগেও টিভি নাটকে দারুণ ব্যস্ত সময় কাটিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোটপর্দার কাজ কমিয়ে দিয়ে ইদানীং ঝুঁকছেন ওটিটিতে। তবে নাটকে তার চাহিদা আগের মতোই। নির্মাতা তাকে নিয়ে ভাবলেও নিজেকে মেলে ধরেন মানসম্মত গল্পের নাটকে।
এমনই একটি নাটক ‘পুনর্জন্ম’। এই নাটকের প্রতিটি পর্ব দিয়ে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। এর সর্বশেষ কিস্তি ‘পুনর্জন্ম-৩’ দিয়ে ফের আলোচনায় এলেন নাটকের এই নায়িকা। এই নাটকের জন্য ফের দুবার পুরস্কৃত হয়েছেন মেহজাবীন। বেশ উচ্ছ্বসিত তিনি।
শনিবার রাতে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আয়োজিত আইসিটি ডিভিশন প্রেজেন্টস ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে ‘পুনর্জন্ম ৩’-এর জন্য শ্রেষ্ঠ নাট্য অভিনেত্রীর পুরস্কার জিতে নেন মেহজাবীন। তার হাতে পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এর আগের দিন শুক্রবার রাতে ‘পুনর্জন্ম ৩’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন মেহজাবীন।
এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে “পুনর্জন্ম ৩”-এর জন্য দুটি অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আমার জন্য বিগ অ্যাচিভমেন্ট। সো আমার অ্যাওয়ার্ডের দিকে কেউ নজর দিও না।’ পুনর্জন্ম ৩ নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ‘আমি কি তুমি’। এটি আইস্ক্রিনের প্রথম অরিজিনাল ওয়েব ফিল্ম। ভিকি জাহেদের পরিচালনায় এ সিরিজেও নিজেকে নতুন রূপে আবিষ্কার করছেন মেহজাবিন। সাত পর্বের এই সিরিজে তিনি অভিনয় করেছন তিথি চরিত্রে।