ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

আমাকে বলেছিল, বিয়ে-বাচ্চা হলে তুমি শেষ : শুভশ্রী

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২১, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:: সময়টা বেশ ভাল যাচ্ছে শুভশ্রী গাঙ্গুলীর। বড় পর্দা, ওটিটি, ছোট পর্দায় কাজ করছেন সমানতালে। শুধু অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজকের দায়িত্বও পালন করেছেন তিনি।

এক বছর আগে ২০২৩-র নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী। কাজের পাশাপাশি দুই ছেলে-মেয়েকে চুটিয়ে সংসার করছেন নায়িকা।

এদিকে ব্যস্তবহুল জীবনের থেকে কিছু সময় বের করে প্রায়ই ভ্যাকেশনে যান শুভশ্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন। যেখানে দেখা যায় দুই সন্তান ইউভান- ইয়ালিনির দুষ্টু-মিষ্টি আদুরে মুহূর্ত।

সম্প্রতি কলকাতা শহরে আয়োজিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ‘বাবলি’-র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান শুভশ্রী। তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। পুরস্কার পেয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা।

তিনি বলেন, ‘বাবলি শরীরের ইতিবাচকতার বার্তা দেয়। আমি যখন এই ছবিটার শ্যুটিং শুরু করেছিলাম, তখন সবেমাত্র দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছি। আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, আমাকে বলা হয়েছিল হিরোইনদের স্থায়িত্ব মাত্র ১০ বছর। তার মধ্যে যদি তোমার বিয়ে হয়ে যায়, তুমি শেষ। আর যদি বাচ্চা হয়ে যায়, তাহলে তো তুমি নেই। এরপরেও আমার দ্বিতীয় সন্তান হয় এবং এই পুরস্কার এই সব কিছুর জবাব।