রুবেল চৌধুরী, স্টাফ রিপোর্টার।। ২১শে ফেব্রয়ারী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে ১২.১মিনিটে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম,দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম বার,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার প্রমূখ।