ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

আদিতমারী থানার বিশেষ অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ২৮, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাটের আদিতমারী থানার চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেছেন থানা পুলিশ।

সোমবার (২৮ আগষ্ট) জেলার আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নির্দেশে এসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী উপজেলাধীন মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন আরাজী ছালাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আহেদুল ইসলাম ওরফে নেড়ি আহেদুল (৪৮) ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।

পলাতক আসামি আহেদুল ইসলাম ওরফে আহেদুল নেড়ি আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন আরাজী ছালাপাড়ার ০৭ নং ওয়াডের মৃত এফাজ উদ্দিন এর ছেলে।

পরবর্তীতে সাক্ষীদের মোকাবেলায় উক্ত ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ। এ সংক্রান্তে পলাতক আসামীর বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-২০ ধারা- ২০১৮ সালের মাদক দ্রব‍্য নিঃ আইনের ৩৬ (১) সারণীর ১৪ (গ) রুজু করা হয়। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব‍্যাহত আছে।

এবিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ফেলে আসামি পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন