ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

আদালতপাড়ায় গৃহবধূর অনশন!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
অক্টোবর ৯, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিমিধি: কুষ্টিয়ার আদালতপাড়ায় অনশন করে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক গৃহবধূ। রোববার (৮ অক্টোবর) দুপুরে এমন কাণ্ড ঘটিয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের আব্দুল্লাহ হোসেন বিপ্লবের স্ত্রী।

রত্না খাতুন জানান, ২০২০ সালে ২২ নভেম্বর ৫০ হাজার দেন মোহরে আব্দুল্লাহ হোসেন বিপ্লবের সরঙ্গ বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে যৌতুকের টাকার দাবিতে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে তিনি ২০২১ সালে ১৮ নভেম্বর কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভেড়ামারা আমলী আদালতে মামলা দায়ের করেন। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক মাহমুদা সুলতানা মামলাটি খারিজ করেন।

রত্না আরও জানান, আদালত তার প্রতি ন্যায় বিচার করেনি। তার পক্ষে কোনো সাক্ষীর জবানবন্দী না নিয়েই একতরফা মামলাটি খারিজ করেছেন।

এ বিষয়ে কুষ্টিয়া কোর্টের পিপি অনুপ কুমার নন্দী জানান, মামলাটি তার স্বামীর পক্ষে যাওয়ায় ওই নারী রোববার আদালতে অনশন করেছেন বলে শুনেছি।

আপনার মন্তব্য লিখুন