ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসের দাপট মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল সারাদেশের ন্যায় ফেনী জেলার জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে নিম্ন শ্রেণীর মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন প্রতিদিনের বাংলাদেশ ও নতুন বাংলার সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক এবং দৈনিক আলোর দিগন্ত পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি ডা. রাকিব ।
১১ ডিসেম্বর (শুক্রবার) রাতে ফেনী পৌরসভার ৮ নং ওয়ার্ড উত্তর শিবপুরে নিজস্ব অর্থায়নে মানবিক উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ফেনী জেলার সন্তান ডা.রাকিব।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে ডা. রাকিব বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নিতে আমার কষ্ট হয় । আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এসময় অত্র ওয়ার্ড এর নুরুন্নবী ও জাফর আহাম্মদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
শীত বস্ত্র গ্রহণকারীদের মধ্যে অসহায় এক ষাটোর্ধ্ব মহিলা হঠাৎ কম্বল পেয়ে আবেগঘন ভাবে খুশিতে আপ্লূত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে রাতে ঘুমাতে খুবই কষ্ট হয়েছে। সাংবাদিক রাকিবের দেয়া কম্বল পেয়ে সেই কষ্ট লাঘব হবে।
এ সময় ডা. রাকিব মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন ডা. রাকিব।
কথা হয় মানবতার ফেরিওয়ালা ডা.রাকিবের সাথে। তিনি জানান, ফেনী পৌরসভায় মোট ১৮ টি ওয়ার্ড আছে । প্রত্যেক ওয়ার্ডে ২০ জন করে অসহায় ও দরিদ্র অর্থাৎ শীতবস্ত্র কেনার সামর্থ্য যাদের নেই,তাদের জন্য আমার নিজ তহবিল থেকে কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছি।