জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টার।। গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন মাহে রমজান উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১২এপ্রিল সোমবার দুপুরে উপজেলার ছাপড়হাটি ও শান্তিরাম ইউনিয়নের গরীব অসহায় দুস্থ ১২০ পরিবারের মাঝে ২ কেজি,মুড়ি ২ কেজি আটা,১ লিটার সোয়াবিন তৈল,১ কেজি মুশুরির ডাল,১ কেজি চিনি
৫০০ গ্রাম খেজুরসহ ইত্যাদি ইফতার সামগ্রী বিতরন করেন, বাহরাইন প্রবাসী লিখন সরকারের বিশেষ প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন, ১০নং শান্তিরাম ইউনিয়নের ২ ওয়ার্ডের সাবেক মেম্বার জাহেদুল ইসলাম (জাহিদ), সাইফুল ইসলাম,এনামুল হক,সিদ্দিকুল ইসলাম, লিটন মিয়া, আহসান হাবীব (রিপন),মোকলেছুর রহমান,ফরিদ মিয়া,সাংবাদিক ফাহিম হাসান, তছলিম প্রমূখ।
আপনার মন্তব্য লিখুন