ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

অর্থ প্রতারণার মামলায় আ. লীগ নেতা ও সাংবাদিক আতিক বাবুর এক বছরের কারাদণ্ড

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১৬, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় অর্থ প্রতারণার মামলায় পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক বাবুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক। এর আগে গত বৃহস্পতিবার (১৪ মার্চ) গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আলবিরুনী মীর এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন। যেহেতু আসামি পলাতক রয়েছেন, তাই গ্রেফতারের দিন থেকে রায়ের কার্যকারিতা শুরু হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ৭ জুন বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ড গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার মোদক গাইবান্ধা সদর থানায় আতিক বাবুর বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ এনে মামলা করেন।

বাদী প্রদীপ কুমার মোদক জানান, গাইবান্ধা সদরের তৎকালীন সংসদ সদস্য মাহবুব আরা গিনি এমপির আত্মীয় হওয়ার সুবাদে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার সুযোগ নিয়ে আতিক বাবু অনেককে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এই বিশ্বাস থেকে তিনি আতিক বাবুর সঙ্গে যোগাযোগ করেন। পরে চাকরির বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেন। কিন্তু এক বছর পার হয়ে গেলেও চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে প্রদীপ কুমার মোদককে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে প্রতারণার শিকার হয়ে তিনি মামলা করতে বাধ্য হন।

আতিক বাবুর বিরুদ্ধে অর্থ প্রতারণার মামলার রায় ঘোষণার পাশাপাশি আদালত সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ আধা ডজন মামলা বিচারাধীন রয়েছে।‌ এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তাকে গ্রেফতারে তৎপর রয়েছে বলে জানা গেছে।