আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার- ইউনাইটেড প্রেস ক্লাব কুড়িগ্রাম পেইজে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেলেন আওয়ামীলীগের সেই সাবেক সভাপতি সাদেক আলী সাগর।
গত ২১ জানুয়ারি ২০২১ইং তারিখ ইউনাইটেড প্রেস ক্লাব কুড়িগ্রাম পেইজে "ভিক্ষাবৃত্তি করে করে সংসার চলে সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির" শীর্ষক সংবাদ প্রচারের পর বিষয়টি স্থানীয় আওয়ামীলীগ এবং কেন্দ্রিয় নেতাদের দৃষ্টিগোচর হলে গতকাল ২৩ জানুয়ারি-২০২১ ইং তারিখ প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনায় নগদ ১ লক্ষ টাকা এবং উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
এছাড়া কেন্দ্রিয় নেতাদের নির্দেশনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক মুহাম্মদ রেজাউল করিম তাঁকে একটি ঘর উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, কুড়িগ্রামের নেজারত ডেপুটি কালেক্টর হাসিবুল হাসান, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন প্রমুখ।
প্রধানমন্ত্রীর উপহার দেয়া টি পেয়ে তিনি বলেন, এই দূর্গম চরাঞ্চলের একজন সাধারন কর্মীরও খোঁজ রাখেন তিনি। জননেত্রী শেখ হাসিনা যে মমতাময়ী মা তার প্রমাণ আজ আমি পেলাম। পর পর চার বার ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে সাদেক আলী সাগরের বসত-ভিটা, জমি-জমা নদী গর্ভে বিলীন হয়ে যায়। এরপর তিনি নিঃস্ব হয়ে পড়েন। এরমধ্যেই ২০২০ সালে প্যারালাইজডের কারণে অসুস্থ্য হয়ে পড়লে সংসারের ৯ ছেলে-মেয়ে নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করে আসছিলেন।
উল্লেখ্য, সাদেক আলী সাগরের দুর্দশার কথা সোস্যাল মিডিয়ায় নজরে নিয়ে আসেন ইউনাইটেড প্রেস ক্লাব কুড়িগ্রাম এর সাধারণ সম্পাদক সাংবাদিক রাশিদুল ইসলাম।