ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুন ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

অবগুণিত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ১৭, ২০২১ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

অবগুণিত
বিপ্লব সাহা

জীবন বাজিতে অযোগ্য
বিবেচিত আমি।
প্রতিযোগিতার আগেই অবগুণিত।
নাম দিয়েছিলাম ঠিকই
অপরিণত আমি।
দৌড়-ট্র্যাকে ছিলাম অতি বিচলিত।

কেউ তো চায়নি আমায়
সামিল হই এই প্রতিযোগিতায়
অপুষ্ট অপরিণত শরীর আমার
এই প্রচন্ড লড়াইয়ে থাকার কি দরকার?

এখানে দক্ষতার লড়াই
এখানে যোগ্যতার প্রমান চাই
এখানে চলবে না নামেরও কোন বড়াই
তাই আমাকে কটাক্ষ করে বলছে সবাই
তুই কি জানিস না
তোর এ সবের কোনটাই নাই।

কৌতুহল বশে সকলের পাশে পাশে
ভোলাভালা বালকের মতো হেসে হেসে
দাঁড়িয়ে যাই সবার শেষে।

আগে দাঁড়াবোই বা কি করে
সরিয়ে দিচ্ছে যে যারে পারে
চলছে অবিরাম ধাক্কাধাক্কি
দৌড় শুরুর আগ পর্যন্ত যে মহাঝক্কি
ঠেলাঠেলি দরকার পড়ে
আমি তা সামলাবো কি করে।

পিছে থেকে দেখি সবাই দেয় ছুট
জেতার নেশায় তারা সংকল্পে অটুট
আর ওদের তাগড়া শরীরের
আর ওদের সুপুষ্ট পেশীর
বেসামাল নড়াচড়ায়
আমার দাঁড়িয়ে থাকাই মহা দায়।

আমি হয়ে পড়ি লাইনচ্যুত
অতঃপর অযোগ্য বিবেচিত
দৌড় শুরুর আগেই অবগুণিত।

আপনার মন্তব্য লিখুন