লালমনিরহাটে সাবালিকা মেয়েকে নাবালিকা বানিয়ে মিথ্যা মামলায় শ্বশুরবাড়ির সদস্যদের পুলিশি হয়রানীর প্রতিবাদে পিতা এন্তাজুর রহমানের (বর্তমান শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ) বিরুদ্ধে অনলাইনে সংবাদ সম্মেলন করেছেন মেয়ে রিফাহ তাসনিয়া (১৯)।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে শ্বশুর মাসুম পারভেজের বাস ভবনে অন লাইনের মাধ্যমে এ সাংবাদ সম্মেলন করেন ।
রিফাহ তাসনিম বলেন, আমার জন্ম সনদ অনুযায়ী বর্তমানে বয়স ১৮ বছর ৯ মাস। ৯ মাস আগেই আমি সাবালিকা হয়েছি এবং আমার পছন্দের ও ভালবাসার মানুষকে নিয়ে অজানার উদ্দেশে পারি জমাই। পরে ইসলামী শরীহা মোতাবেক নিকাহ রেজিস্ট্রি করি। বর্তমানে আমরা স্বামী-স্ত্রী খুব ভাল ও নিরাপদ স্থানে আছি। কিন্তু আমার বাবা শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান আমার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং পুলিশ দিয়ে আমার শশুর বাড়ির লোকজনকে প্রায় প্রতিদিন হয়রানী করছে। আমার শ্বশুর মাসুম পারভেজ লালমনিরহাট জেলায় একজন সম্মানিয় সফল সার ও কীটনাশক ব্যবসায়ী। এ কারনে আমার শ্বশুর মাসুম পারভেজ এর মারাত্মক সম্মানহানী হচ্ছেন। সে তার শ্বশুরের সম্মান রক্ষার্থে উপযুক্ত তদন্ত সাপেক্ষে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, সেই সাথে তার বাবার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
অনলাইনে সংবাদ সম্মেলনে সেখানে উপস্থিত ছিলেন রিফাহ তাসনিমের শ্বশুরসহ ওই পরিবারের লোকজন।