ঢাকাশুক্রবার , ৩ জুন ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন এশা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ৩, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক | সোশ্যাল মিডিয়ায় এশা গুপ্তা বরাবরই সাহসী। খোলামেলা ছবি শেয়ার করে মাতিয়ে রাখেন ভক্তদের। আবার পর্দায়ও অকপট। গল্পের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতেও কার্পণ্য করেন না।

সদ্য মুক্তি পেয়েছে এমএক্স প্লেয়ারের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘আশ্রম’-এর তৃতীয় সিজন। এতে গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এশা। গত দুই সিজনের মতো, এবারও রয়েছে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য। আর সেই দৃশ্যে এবার দেখা যাচ্ছে এশাকে।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে আছেন ববি দেওল। তার সঙ্গেই অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেছেন এশা। কাজের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘আপনি ইন্ডাস্ট্রিতে যখন ১০ বছর পার করে ফেলবেন, তখন শুটিংয়ে অস্বস্তি কিংবা আরামদায়ক বোধের কিছু থাকে না। মানুষ ভাবে অন্তরঙ্গতা একটা সমস্যা। কিন্তু আসলে তা নয়, যদি আপনার ব্যক্তিগত জীবনে এই সমস্যা না থাকে।’

এশার মতে, শুধু ঘনিষ্ঠ দৃশ্য নয়, যেকোনো দৃশ্যেই অভিনয় করা কঠিন। তার ভাষ্য, ‘আপনি পর্দায় কাঁদেন অথবা ড্রাইভ করেন, প্রতিটি দৃশ্যই কঠিন। প্রথমবার যখন অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করেছি, তখন এটা আমার জন্য কঠিন ছিল। কিন্তু আপনি যখন ভালো অভিনেতা, পরিণত মানুষের সঙ্গে এমন দৃশ্যে কাজ করবেন তখন এটি কোনো সমস্যা না।’

পর্দায় যৌনতা দেখানো নিয়ে এশা গুপ্তা বলেন, ‘আপনি যদি পর্দায় যৌনতা দেখানোর চেষ্টা করেন, তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যৌনতাই দেখাচ্ছেন। আর প্রেম দেখানোর চেষ্টা করলে সেটাই নিশ্চিত করতে হবে। আমার মনে হয়, আমরা যে দৃশ্যে অভিনয় করেছি, তাতে সেরাটা দিয়েছি।’

উল্লেখ্য, ‘আশ্রম’ পরিচালনা করেছেন প্রকাশ ঝা। এতে ববি দেওল ও এশা গুপ্তা ছাড়াও অভিনয় করেছেন অদিতি পোহানকার, চন্দন রায় স্যান্যাল, দর্শন কুমার, তৃধা চৌধুরী প্রমুখ। এমএক্স প্লেয়ার অ্যাপে মুক্তি পেয়েছে সিরিজটি।

আপনার মন্তব্য লিখুন