অচিন দেশের পাখি
(হাবিব বিন আনোয়ার)
অচিন দেশের যাত্রী আমি,
অচিন দেশের পাখি,
সময় হলে চলে যাবো-
বন্ধ করে আঁখি।
কোথায় আছি কোথায় যাবো
চিন্তা ভাবনা করি
ভাবতে ভাবতে বেলা গেল
কখন যেন মরি।
হায়াত শেষে চলে যাবো
অচিন দেশের বাড়ি
আমার জন্য কিনে আনবে
সাদা মার্কিন শাড়ি।
হিসাব নিকাশ করে দেখি
পূন্যের খাতা খালি
হেলায় খেলায় জীবন গেল
জীবনটাই জোড়া তালি।
আপনার মন্তব্য লিখুন