আশরাফুল হক, লালমনিরহাট।। নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন করে লালমনিরহাট প্রেসক্লাব।রবিবার দিবসটি উপলক্ষে প্রেসক্লাব লালমনিরহাটের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচারণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এসএ টিভির সাংবাদিক ও প্রেসক্লাব লালমনিরহাটের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী, সাপ্তাহিক “নতুন বাংলার সংবাদ” পত্রিকার সম্পাদক আসাদুল ইসলাম সবুজ, সাপ্তাহিক লালমনিরহাট বার্তার-বার্তা সম্পাদক সৈকত ইসলাম, বাংলাদেশের খবর পত্রিকার সাংবাদিক এস-কে সাহেদ, আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সাংবাদিক আশরাফুল হক, সময়ের আলোর পত্রিকার সাংবাদিক তন্ময় আহমেদ নয়ন, সাংবাদিক মামুনুর রশীদ মিঠু, সাংবাদিক জহির মাহমুদ, সাংবাদিক রাসেল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে প্রেসক্লাব ভবন আলোকসজ্জা করা হয়।