স্টাফ রিপোর্টার।। মহান মে দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
শনিবার (১মে) সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। প্রতিদিন হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩০০-৪০০ ট্রাক বিভিন্ন ধরণের পণ্য আমদানি হয়ে হয়ে থাকে।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, আজ শনিবার মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে। এর ফলে সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্দরের ভেতরে পণ্য লোড, আনলোড, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
ছুটি শেষে আগামীকাল রবিবার বন্দর দিয়ে দুদেশের মধ্যে যথারীতি পণ্য আমদানি রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।
আপনার মন্তব্য লিখুন