ঢাকাসোমবার , ৪ জানুয়ারি ২০২১
  1. ! Без рубрики
  2. 1-2
  3. 10205_wa
  4. 10500_wa4
  5. 10510_wa
  6. 10600_wa
  7. 1Win Brasil
  8. 1win Brazil
  9. 1win India
  10. 1WIN Official In Russia
  11. 1win Turkiye
  12. 1win uzbekistan
  13. 1winRussia
  14. 1xbet Russian
  15. ai chat bot python 10

স্ত্রীর ভুয়া সেচ পাম্পের লাইসেন্স বাতিল, সংযোগ বিচ্ছিন্ন! স্বামীর আবেদনের রহস্য কি?

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ৪, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ক্বারী মোঃ আবু জায়েদ খান, সুন্দরগঞ্জ।। অভিযোগ সূত্রে জানা গেছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের বিউটি আকতার স্বামী: রফিকুল ইসলাম জাল জালিয়াতি করে ভুয়া বোরিং লাইসেন্স নং সুন্দর/অনকু/৯২০ তারিখ ০৮/১২/২০১৮ ইং তারিখের লাইসেন্স দেখিয়ে পল্লী বিদ্যুৎ অফিস সুন্দরগঞ্জ থেকে সেচ সংযোগ নিয়েছিল ।

পরে উপজেল নির্বাহী কর্মকর্তা কাজী লূতফুল হাসান উক্ত সংযোগটির বোরিং লাইসেন্স বাতিল সহ সংযোগটি বিচ্ছিন্ন করেন । একই কায়দায় বিউটি আকতারের ভ’য়া বোরিং লাইসেন্সটি গোপন করিয়া আবেদন পত্রের স্কীমের পক্ষে কৃষকগনের সম্মতি পত্রের স্বাক্ষর জালিয়তি করে একই বোরিং দেখিয়ে স্বামীর নামে বোরিং লাইসেন্স নেওয়ার পায়তারা করিতেছে । এ অবস্থায় এলাকায় জাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টিসহ জনগনের ক্ষোভ সৃষ্টি হয়েছে ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ২৫/১২/২০২০ ইং তারিখে রফিকুলের জাল জালিয়াতির ও বিভিন্ন তদবীরের বিরুদ্দে পুনরায় এলাকাবাসি অভিযোগ দাখিল করেন । সংশ্লিষ্ঠ বিএডিসি কর্মকর্তা কামরুজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন স্ত্রীর বোরিং লাইসে ভুয়া প্রমানীত হওয়ার ফলে বাতিলকৃত লাইসেন্সটি পুনরায় স্বামী রফিকুল ইসলাম এর আবেদন আইনগত ভাবে গ্রহণ যোগ্য নয় । সুন্দরগঞ্জ জোলাল অফিসের ডেপুটি জোনাল ম্যানেজার মিলন কুমার কুন্ডোর সাথে কথা হলে তিনি জানান সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে ।

পূনরায় গদ ০৪/০১/২০২১ ইং উপজেলা সেচ কমোটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দ্বায়িত গ্রহন কারি মোহাম্মদ আল মারুফ বরাবর অভিযোগ করেন ।

আপনার মন্তব্য লিখুন