ঢাকাবৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন মামলা দায়ের!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

ক্বারী মোঃ আবু জায়েদ খাঁন, (সুন্দরগঞ্জ)গাইবান্ধা।। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করায় আদালতে মামলা দায়ের করেছেন ভূক্তভোগী স্ত্রী।

মামলা সুত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের শফিকুল ইসলামের ছেলে রওশন মিয়া তার স্ত্রীর রহিমা বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। এঘটনায় রহিমা বেগম বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত, গাইবান্ধায় পিটিশন নং-৩১/২০২০ মামলা দায়ের করেন। যার ধারা ২০০০ ইং সালের নারী ও শিশু নির্যাতন দমন আই (সংশোধনী ০৩) এর ১১ (খ) (গ)/৩০ এছাড়াও রহিমা বেগম দেনমোহর ও খোরপোষ দাবি করে বিজ্ঞ পারিবারিক জজ আদালতে ৭৪/২০২০ নং একটি মামলা দায়ের করে।

মামলা দুটি আদালতে বিচারাধীন আছে। স্বামী কর্তৃক নির্যাতিত ও নিপীড়িত হয়ে রহিমা এখন পিতার বাড়ী উপজেলার পূর্ব বৈদ্যনাথ গ্রামে পিতা ওয়াহেদ আলীর বাড়িতে মানবেতর জীবন-যাপন করছে। গত ১০/১১/২০২০ ইং রোজ মঙ্গলবার বিকাল অনুমান ৩ ঘটিকার সময় বাবার বাড়ি থেকে সুন্দরগঞ্জ আসা মাত্র স্বামী রওশন মিয়া তার পথ রোধ করে তার চুল ধরে এলোপাথারি গালে ও বুকে কিল-ঘুসি মারতে থাকে এরই এক পর্যায়ে রহিমা মাটিতে পরে গেলে রওশন তার বুকের উপর বসে গলাটিপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এসময় রহিমার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি গত ১০/১১/২০২০ ইং তারিখ হতে ২৫/১১/২০২০ ইং তারিখ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এঘটনায় গত ২২/০১/২০২১ ইং তারিখে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করতে গেলে অফিসার ইনচার্জ তাদের আদালতে মামলা করার কথা বলে তারা বাধ্য হয়ে গত ২৫/০১/২০২১ ইং তারিখে ৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪ ধারায় আদালতে আরো একটি মামলা দায়ের করেন রহিমা বেগম। যার মামলা নং-৩৫/২১। বর্তমানে রহিমা পিতার বাড়িতে নিরাপত্তাহীনতায় ভূগছেন।

আপনার মন্তব্য লিখুন