ঢাকামঙ্গলবার , ১৮ মে ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে তরুণীর বাসায় ২ দিন ধরে প্রেমিক জুয়েল!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ১৮, ২০২১ ৫:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার ।। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বামনডাঙ্গা ইউনিয়নের জামাল দিঘিরপার গ্রামে বিয়ের দাবিতে অনশন কর্মসূচীর ডাক দিয়েছেন জুয়েল মিয়া নামের এক প্রেমিক।

১৭ মে রাত ১১ টার দিকে সরেজমিনে গিয়ে জানা যায়, গত ২ দিন ধরে এক তরুণীর বাসায় আমরণ অনশন এবং বিষপানের চেষ্টা করেন জুয়েল মিয়া। জুয়েল রংপুরের মিঠাপুকুর উপজেলার শংকরপুর গ্রামের আহমদ আলীর ছেলে।

জুয়েল মিয়া জানায়,তিনি পেশায় রাজমিস্ত্রী। বামনডাঙ্গায় জামালদিঘির পাড় গ্রামে গত ৩ বছর পূর্বে রাজমিস্ত্রী কাজে এসে তরুণীর মায়ের সাথে ধর্ম খালার সম্পর্ক গড়ে তোলেন জুয়েল। তারপর ধর্ম খালার বাসায় নিয়মিত যাতায়াতের ফাঁকেই ধর্মের খালাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক হয়।

তরুণী ও এলাকাবাসী জানান, জুয়েল মিয়া বিবাহিত এবং ২ সন্তানের জনক হয়েও নিজেকে অবিবাহিত বলে দাবি করে আসছিল দীর্ঘ ৩ বৎসর ধরে। তরুণী তা জানতে পেরে যুবককে বিয়ে করতে অস্বীকার করেন। এরপর তরুণীর বাসায় এসে আমরণ অনশন কর্মসূচী ঘোষণা করেন জুয়েল। একপর্যায়ে তরুণীর ওপর ক্ষিপ্ত হয়ে সোমবার দীবাগত রাতে বিষপানের চেষ্টা করেন জুয়েল। পরে প্রাথমিক চিকিৎসায় জুয়েল সুস্থ হয়ে এখনো তরুণীর বাসায় অনশনরত আছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নামজুল হুদার কোনো সাড়া পাওয়া যায় নি বলে দবি করেন তরুণীর বাবা।

আপনার মন্তব্য লিখুন