জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জে গত সোমবার(২৪ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। একইসঙ্গে ভারি বৃষ্টিপাত ও ঝড়োহাওয়া।
ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আমিরুদ্দিন ও তার মেয়ের দুটি ঘর সহ ঘরের আসবাবপত্রসহ নষ্ট হয়েছে ঘরের ধান,চাল।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত প্রায় ১ ঘন্টার মতো ঝড়োহাওয়া সহ বৃষ্টিপাত হয়। ক্ষতিগ্রস্ত মানুষদের আহাজারি করতেও দেখা গেছে বিধ্বস্ত ঘরবাড়ির আঙ্গিনার খোলা আকাশের নিচে।
উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাদামের চর গ্রামের ক্ষতিগ্রস্ত আমিরুদ্দিন মিয়া বলেন, সোমবার বিকেলে কালবৈশাখীর ঝড়ের কবলে বাড়ির সবকটি ঘর ভেঙ্গে চুরামার হয়েছে। ফলে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। অথচও এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধিরা খোঁজ-খবর নিলো না।
এদিকে একই গ্রামের সচেতন নাগরিকগণ
ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উপজেলার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।