ঢাকামঙ্গলবার , ১ জুন ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শেষ বিচারের দিনে মোঃ বদরুল ইসলাম

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ১, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শেষ বিচারের দিনে
মোঃ বদরুল ইসলাম

দুর্ভাগ্য যত গরিবের বিচার চেয়ে যদি না পায়,
গ্রাম্যসালিশ থেকে শুরু করে আদালত —
সবখানেই তার বিরুদ্ধে দাঁড়ায় সব মতামত।
যেখানে বিবাদী ক্ষমতাধর, অর্থবান
সেখানে বাদীর কোনো মূল্য থাকেনা,
পদে পদে সয়ে যেতে হয় লাঞ্চনা বঞ্চনা।

শেষবিচারের দিনে যেদিন বিচারক হবেন স্বয়ং তিনি,
সেদিন দণ্ড থাকবে শুধু তারই হাতে,
পৃথিবীর রাজাধিরাজ যারা দাঁড়িয়ে থাকবে নতমুখে।
ইয়া নাফসি ইয়া নাফসি — রবে আর্তনাদ হবে
আমরা অপেক্ষা করবো শেষ বিচারের আশায়।

সূর্য থাকবে মাথার ওপরে –টগবগ করে ফুটবে
আমাদের মাথার মগজ,
এখানে কেউ কাউকে চিনবেনা,
বাবা ছেলেকে চিনবেনা, মা সন্তান চিনবেনা
ভাই বোনকে চিনবেনা,
তখন কোথায় থাকবে আমাদের অহংকার,
কী লাভ হবে আমাদের সম্পদ দিয়ে — !
ক্ষমতাবানদের কী হবে সেইদিনে !
আমরা কি তা ভেবে দেখেছি কেউ কোনোদিন ?