নিজস্ব প্রতিনিধি | রমজানের মাঝামাঝি এসেও করোনার কারণে রাজধানীর শপিংমলে জমছে না ঈদের বেচাকেনা। বেশিরভাগ ক্রেতাই আসছেন শিশুদের জন্য কেনাকাটা করতে। তবে, আশায় বুকবাঁধা দোকানিদের প্রত্যাশা আগামী শুক্রবার (৩০ এপ্রিল) থেকে হয়তো জমবে কেনাকাটা।
স্বাভাবিক সময়ে রমজানের মাঝামাঝিতে রাজধানীর এই শপিংমলের প্রতিটি দোকান-করিডোরে থাকে উপচে পড়া ভিড়। তবে এবারের চিত্র ভিন্ন। তারপরও করোনা আতঙ্কের মধ্যেই অনেকেই মার্কেটে আসছেন শিশুদের ঈদ কেনাকাটা সারতে।
ক্রেতারা বলছেন, নিজেদের কেনাকাটার তো আর দরকার নেই। শিশুদের কেনাকাটার জন্যই মার্কেটে আসতে হচ্ছে। শর্টকাট বাজার সারছেন বলেও জানান অনেক ক্রেতা। ভীড় কম থাকায় কেনাকাটায় সাচ্ছন্দবোধ করছেন তারা।
ঈদ উপলক্ষ্যে ভালো প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। দোকান সাজিয়েছেন নতুন নতুন পোশাক-পরিচ্ছদে। তবে, তাদের সব হিসাব পাল্টে যাচ্ছে চলমান লকডাউনে। অনেকেই রয়েছেন পুঁজি হারানোর শঙ্কায়।
বিক্রেতা বলছেন, গণপরিবহন চলছে না তাই লকডাউনে বেচাবিক্রি নেই। রমজান কেন্দ্রীক টার্গেট থাকলেও শঙ্কা রয়েছে তাদের মনে।
ঈদ উপহারে বরাবরই মোবাইলসহ ইলেক্ট্রনিক্স পণ্যের কদর থাকলেও এবার এখন পর্যন্ত প্রত্যাশা মতো ক্রেতা নেই এসব দোকানেও।