ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
  1. ! Без рубрики
  2. 1-2
  3. 10205_wa
  4. 10500_wa4
  5. 10510_wa
  6. 10600_wa
  7. 1Win Brasil
  8. 1win Brazil
  9. 1win India
  10. 1WIN Official In Russia
  11. 1win Turkiye
  12. 1win uzbekistan
  13. 1winRussia
  14. 1xbet Russian
  15. ai chat bot python 10
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ১৫, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ, লালমনিরহাট: ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক /ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবি,স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত ৫০০ কোটি টাকার পূনঃঅর্থায়ন স্কিম “এর আওতায় লালমনিরহাটে প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখা ব্যবস্থাপক হাসানুল কবীর এর সভাপতিত্বে
১৫ জুন (বৃহস্পতিবার) সকাল ১০ টায় জেলা সার্কিট হাউস এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত উক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) আফরোজা খাতুন।
আরো উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়, ঢাকা এর যুগ্ম পরিচালক এস এম যুবায়ের হোসেন, এসএমই ডিভিশন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় ঢাকা এর আঞ্চলিক প্রধান নুরুল আলম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, লালমনিরহাট এর আঞ্চলিক ব্যবস্থাপক খাইরুল ইসলাম, ইসলামী ব্যাংক লিমিটেড, লালমনিরহাট শাখার ব্যবস্থাপক সানারুল হক বসুনিয়া, সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার ব্যবস্থাপক এস. এম তানজির পারভেজ, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার ব্যবস্থাপক হাসানুল কবীর।

এছাড়াও এসময়ে,আল আরাফাহ ইসলামী ব্যাংক লালমনিরহাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফা, অগ্রণী ব্যাংক লালমনিরহাট শাখা ব্যবস্থাপক মাহাতাবুল ইসলাম,রুপালী ব্যাংক লালমনিরহাট জোনের কর্মকর্তা গৌতম কুমার রায় সহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক,কর্মকর্তা -কর্মচারী,নারী উদ্দোক্তাগন ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের লিড ব্যাংক ছিল ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার
কর্মকর্তা ওবায়দুল রহমান অভি।

অনুষ্ঠানে,২০ টি ব্যাংকের ২২ জন গ্রাহকের মাঝে ৪৫.৩০০০০ ( পয়তাল্লিশ লক্ষ ত্রিশ হাজার টাকা)র জামানত বিহীন ঋণ বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন