আনিসুর রহমান,কুড়িগ্রাম (স্টাফ রিপোর্টার) রাজারহাটে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদের শহিদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,থানা পুলিশ, মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ-ছাত্রলীগ,জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ,প্রেসক্লাব রাজারহাট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজারহাট, রাজারহাট বিডি ডট কম সহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি গন পুষ্পমাল্য অর্পণ করেন।
পুস্পমাল্য অর্পণ শেষ বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম ও চেয়াম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী। পরে দোয়া ও মোনাজাত করা হয়। অপরদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা ট্রাকে করে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ভ্রাম্যমান মঞ্চ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পর্টে দেশাত্ববোধক গান ও পথ নাটক পরিবেশন করা হয়।