ঢাকাবৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে আগুনে পুড়ল ৩টি গরু সহ ২লক্ষাধিক টাকার মালামাল

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ২২, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আনিসুর রহমা,স্টাফ রিপোর্টার।। কুড়িগ্রামের রাজারহাটে একটি বাড়িতে আগুন লেগে৩ টি গরু ১টি ছাগল ও আলু বিক্রীর ১ লক্ষ টাকা সহ বসত বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে রাজারহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
বুধবার২১ এপ্রিল রাত ১২টার দিকে কৈলাশকুটি গ্রামে সেকেন্দার আলীর বাড়িতে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশী ইউপি সদস্য মোকছেদ আলী বলেন- রাত ১২টা ৩০ মিনিটে আমরা আগুন দেখতে পাই,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এ ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। বসত বাড়িতে পাটখড়ি থাকার কারনে পাশের ঘরগুলোতে আগুনেরর তিব্রতা দ্রুত চারিদিকে ছরিয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগীতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রনের চেষ্ট করে। কোন কিছু বুঝে ওঠার আগেই সেকেন্দার আলীর গোয়াল ঘর সহ ৪টি রুম, ৩টি গরু ১টি ছাগল, আলু বিক্রি করা একলক্ষ টাকা সহ বাড়ির নিত্য প্রয়োজনীয় আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা সময়মত ঘটনাস্হলে না পৌছার কারনে ক্ষয়ক্ষতির পরিমান অনেকটাই বেড়ে যায়।
ক্ষতিগ্রস্হ সেকেন্দার আলী বলেন- আমার সব কিছু পড়ে ছাই হয়ে গেল, আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।
রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর হোসেন বলেন- সংবাদ অনেক দেরীতে পাওয়ায় দ্রুত ঘটনাস্হলে পৌছার আগেই সব কিছুই পুড়ে যায়,
উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনীম বলেন- ক্ষতিগ্রস্হ পরিবারকে পূনর্বাসনের জন্য ২ বান্ডিল টিন ও নগদ ৬ হাজার হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন