ঢাকাশুক্রবার , ২ এপ্রিল ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ঘাতক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ২, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি | মৌলভীবাজার শ্রীমঙ্গল সুরভি পাড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। শুক্রবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালেক।

তিনি জানান, হবিগঞ্জের সুলতানসি গ্রামের শাহিন মিয়া। সে পেশায় একজন কসাই। তার স্ত্রী শাহিনা বেগম গত এক সপ্তাহ ধরে শ্রীমঙ্গলের সুরভি পাড়ায় তার বোনের বাড়িতে বেড়াতে আসেন। স্বামী শাহিন মিয়া স্ত্রীকে বাড়িতে নিয়ে যেতে এর মধ্যে দুবার এসেছেন। কিন্তু স্ত্রী শাহিনা বেগম স্বামীর বাড়ি যেতে অনীহা প্রকাশ করেন।
পুলিশ জানিয়েছে, ঘাতক স্বামী অভিযোগ করেছেন, তার জমি বিক্রির টাকা-পয়সা সবকিছু তার স্ত্রীর হাতে গচ্ছিত ছিল।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) আবারও স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে আসেন। এদিনও স্ত্রী তার কথামতো বাড়ি যাননি। পরে তিনি বাধ্য হয়ে রাতে স্ত্রীর বোনের বাড়িতে থাকেন। শুক্রবার ভোর রাত আনুমানিক ৩টায় তাদের মধ্যে বাড়ি যাওয়া ও টাকা-পয়সা নিয়ে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে শাহিন ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে ঘর থেকে পালিয়ে যান। ভোরে শ্রীমঙ্গল শহরে টহলরত পুলিশ শাহিন মিয়াকে ছুরি হাতে এক জায়গায় দাঁড়িয়ে কাঁপতে দেখে তাকে আটক করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠিয়েছে।

আপনার মন্তব্য লিখুন