ঢাকামঙ্গলবার , ৩ আগস্ট ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন সরকার রাজস্ব থেকে বঞ্চিত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ৩, ২০২১ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

জি.এম.কৃষ্ণা শর্ম্মা,স্টাফ রিপোর্টার।।মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকায় ধলাই নদী থেকে প্রতিদিন অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন করায় সরকার বিপুল পরিমান রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে বালু ও মাটি উত্তোলন করায় নদীর তীর ঘেঁষে বহমান গ্যাস সঞ্চালন লাইনটি ঝুঁকির মুখে রয়েছে। অসাবধানতা বশত ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

অভিযোগে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের মকাবিল এলাকায় বহমান ধলাই নদী থেকে স্থানীয় প্রভাবশালী বর্তমান ইউপি চেয়ারম্যান ও জসিম বিক ফিল্টের মালিক তপু’র নেতৃত্বে অবৈধ ভাবে প্রতিদিন ট্রাকটার যোগে বালু ও মাটি উত্তোলন করে ইসলামপুরে নির্মানাধীন আশ্রয়ন প্রকল্পে ও জসিম বিক্কার ফিল্টে বালু ও মাটি নেয়া হচ্ছে। অবৈধ বালূ ও মাটি নেয়ার কারনে সরকার বিপুল পরিমান রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে নদীটির পার ঘেঁষে বহমান গ্যাস লাইনের পাইপ এর পার্শ্ব থেকে মাটি কেটে নেয়ার কারনে গ্যাস লাইনটি ঝুঁকি মধ্যে রয়েছে। এতে যে কোন মুহুর্তে ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা। দূর্ঘটনার আশংকায় স্থানীয় বাসিন্ধারা আতংকের মধ্যে দিন যাপন করছেন। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি মোবাইল ফোনটি রিসিভ না করে লাইনটি কেটে দেন। এবিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আতঙ্কিত এলাকাবাসীরা দাবী জানিয়েছে।

 

আপনার মন্তব্য লিখুন