শিক্ষা প্রতিবেদক।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় শিক্ষার্থীদের ওপর এলাকাবাসীর যে হামলার ঘটনা ঘটেছে, তাতে মাইকে ঘোষণা দিয়ে হামলা করার কথা বারবার উঠে এসেছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা বলছেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকায় ডাকাত পড়ার কথা প্রচার করা হয় এবং প্রতিহতে নারী-পুরুষ সবাইকে হামলার উসকানি দেওয়া হয়। এরপরই এলাকাবাসী দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। হামলায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।
ইতোমধ্যে গেরুয়া এলাকার মসজিদ থেকে প্রচার হওয়া হামলার উসকানিমূলক ওই ঘোষণার একটি অডিও ক্লিপ প্রকাশ পেয়েছে। এক মিনিটের বেশি সময়ের ওই অডিও ক্লিপে শোনা যায়, কেউ একজন মসজিদের মাইকে বলছেন, ‘পার্শ্ববর্তী এলাকার যারা আছেন- আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। গেরুয়া চলে আসুন। নিজের যা আছে তা নিয়ে এগিয়ে আসুন, এলাকায় ডাকাত পড়েছে।’
এরপরই অন্য একজন বলতে থাকেন, ‘আজকে নিজেদের অস্তিত্ব রক্ষায় গেরুয়াসহ আশপাশের সকল মহিলা এবং পুরুষদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনাদের হাতে যা আছে তাই নিয়ে সবাই গেরুয়া আসুন। আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে, আমাদের জীবন রক্ষা করতে হবে। আমাদের জীবন রক্ষার্থে, মা-বোনদের ইজ্জত রক্ষার্থে আপনাদের যার ঘরে যা আছে, মহিলা-পুরুষ সকলে, ছোট-বড় সকলে বেরিয়ে আসুন।’
তিনি আরো বলেন, ‘আমরা গেরুয়াবাসী একত্রিত হয়েছি। আপনাদের সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করতে চাই। আপনাদের যার কাছে যা আছে, আমাদের জীবন রক্ষার্থে, মা-বোনের ইজ্জত রক্ষার্থে এগিয়ে আসুন।’
এরপরই আশপাশের এলাকার মানুষ জড়ো হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।