চুল দাড়ি সব যাচ্ছে পেকে
অল্প অল্প করে,
সময় দ্রুত আসছে নিকট
যেতে মাটির ঘরে।
শৈশব কৈশর কাটল যেথা
উঠলাম আমি বেড়ে,
চেনা জানা সেই ঠিকানা
যেতে হবে ছেড়ে।
ভাবতেই জানি কেমন লাগে
অনুভুত হয় ব্যাথা,
তবুও ছেড়ে যেতেই হবে
কেমন কঠিন কথা!
এই পৃথিবী’তে এসে আমি
পাইনি তেমন সুখ,
যাওয়ার কথা ভাবলে তবু
লাগে কেনো দুখ!
স্বার্থবাদী’তে ভরেগেছে
সুন্দর এই ধরণী,
নিজ স্বামীকে দেয়না সুখ
অনেক ঘরে ঘরণী।
চারিদিক সব মুখোশ’দারী
পাতা নানান ফাঁদ,
তবু কেনো বেঁচে থাকতে
জাগে মনে সাধ।
আপনার মন্তব্য লিখুন