আন্তর্জাতিক প্রতিবেদক
ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো শনিবার বেলা ১টার দিকে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, প্রথমবারের মত ভারতের রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেসের দশটি কনটেইনার ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।
২০২১ সালের ২৪ এপ্রিল করোনায় আক্রান্ত রোগীদের জরুরি সেবায় ভারতের অক্সিজেন এক্সপ্রেস চালু হয়। এই পর্যন্ত ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস সেবায় ৩৫ হাজার মেট্রিক টন তরল অক্সিজেন ভারতের ১৫টি প্রদেশে বিতরণ করা হয়েছে।
এই সেবার চালুর পর এবারই প্রথম প্রতিবেশী কোনো দেশে তরল অক্সিজেন সরবরাহ করল ভারত।
গত ২৪ জুলাই টাটা দক্ষিণ–পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদার কথা জানায়।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ১০টি কনটেইনারে তরল অক্সিজেন পূর্ণ করার কাজটি সম্পন্ন হয়।